ইসির নিবন্ধন পেলো ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০৯ মে ২০২৩

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেলো ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। উচ্চ আদালতের আদেশে দলটি নিবন্ধন পেলো। দলটির নিবন্ধন নম্বর ৪৬। দলটির প্রতীক আপেল। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ মে) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ইভিএম নিয়ে কোনো প্রার্থীর যেন ভ্রান্ত ধারণা না থাকে: ইসি হাবিব

ইসির প্রজ্ঞাপনে বলা হয়-রিট পিটিশনের (১২৭৩৭ / ২০১৮) গত ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবংসিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ২২৩৩ অব ২০১৯ এর ওপর আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে দ্যা রিপ্রেসেন্টেসন অব দ্যা পিপল অর্ডার ১৯৭২ এর চ্যাপ্টার এর বিধান অনুযায়ী বাড়ি-২ (দ্বিতীয় তলা), রোড-১৬/এ-২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২ এ অবস্থিত ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য আপেল প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৪৬।

এইচএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।