ইভিএম নিয়ে কোনো প্রার্থীর যেন ভ্রান্ত ধারণা না থাকে: ইসি হাবিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৯ মে ২০২৩
সভায় বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কোনো প্রার্থীর ভ্রান্ত ধারণা না থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান।

তিনি বলেন, আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন কোনো ধরনের পক্ষপাতমূলক হবে না। ইভিএমে ভোট অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করতে মাঠ কর্মকর্তাদের সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে বরিশালের স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

ইসি হাবিব আরও বলেন, শান্তিপূর্ণ উৎসবমুখর ভোটের পরিবেশ আয়োজনে আমরা বদ্ধপরিকর। ইভিএম নিয়ে কোনো প্রার্থীর যেন ভ্রান্ত ধারণা না থাকে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি আখতারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ সব উপজেলার নির্বাহী কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্য।

শাওন খান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।