তরুণীদের আপত্তিকর ভিডিও কেনাবেচা, মূলহোতাসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪ পিএম, ২১ মে ২০২৩

সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীদের আপত্তিকর ভিডিও ফাঁস করা বড় একটি চক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি আপত্তিকর ভিডিও কেনাবেচা করতো।

রোববার (২১ মে) দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

আরও পড়ুন: নীলফামারীতে প্রাথমিক শিক্ষকের ইয়াবা সেবনের ভিডিও ফাঁস

প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি সিআইডি। এ বিষয়ে সোমবার (২২ মে) দুপুরে সিআইডি সদরদপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, চক্রটি তরুণীদের ব্লাকমেইল করে আপত্তিকর ভিডিও দেশ-বিদেশে কেনাবেচা করতো। মূলত টেলিগ্রামকেন্দ্রিক এসব ভিডিও আদান-প্রদান করা হতো।

টিটি/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।