বিআরটিএর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬ এএম, ২২ মে ২০২৩

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে কোটি টাকার বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছে একটি চক্র।

চক্রটির মূলহোতা কম্পিউটার প্রকৌশলী শাহরিয়ার ও তার অন্যতম সহযোগী আজিমসহ জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন: চাপে ‘বেসামাল’ বিআরটিএ

রোববার (২১ মে) রাজধানীর কাফরুল, মিরপুর ও গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, বিআরটিএর প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে গাড়ির মালিকানা পরিবর্তন, লাইসেন্স নবায়নসহ বিভিন্ন কাজে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে গত এক মাসে প্রতারণামূলকভাবে কোটি টাকার বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন গ্রেফতাররা।

আরও পড়ুন: টাকা ছাড়া কাজ হয় না গোপালগঞ্জ বিআরটিএ অফিসে

এ বিষয়ে সোমবার (২২ মে) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি আ ন ম ইমরান খান।

টিটি/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।