রং-রাসায়নিকে তৈরি হচ্ছিল মসলা-মরিচের গুঁড়া, গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২৪ মে ২০২৩

চট্টগ্রামে রং ও রাসায়নিক মিশিয়ে ভেজাল মসলা ও মরিচের গুঁড়া তৈরির সময় কারখানা মালিকসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

চট্টগ্রামের চাক্তাই এলাকার জসিম ক্রাসিং মিল থেকে তাদের আটক করা হয়। বুধবার (২৪ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৭।

গ্রেফতাররা হলেন মিল মালিক মো. জসিম উদ্দিন (৪০), মো. শরীফ হোসেন (৪০), মো. আলাউদ্দিন (৩৬), মো. জিলানী (২০), মো. সুজন (১৯), মো. সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), মো. সজল (৪৩), মো. দেলোয়ার হোসেন (৪৮) এবং মো. কামরুল হাসান (২৫)।

অভিযানের সময় ভেজাল রংমিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, চাক্তাইয়ের ওই মিলে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন মসলাসহ মরিচের গুঁড়ার সঙ্গে রং ও রাসায়নিক মিশিয়ে ভেজাল মসলা তৈরি করা হচ্ছিল। এসব ভেজাল মসলা চট্টগ্রাম ছাড়াও আশপাশের জেলায় পাইকারদের মাধ্যমে বিক্রি করা হতো।

এমডিআইএইচ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।