ন্যূনতম ২৫ হাজার টাকা বেতনের দাবি
নিম্নতম মজুরি বোর্ডের সামনে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে নিম্নতম মজুরি বোর্ডে স্মারকলিপি দেওয়া হয়েছে। একই সঙ্গে পালন করা হয়েছে বিক্ষোভ কর্মসূচি। বুধবার (২৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে হয় এই বিক্ষোভ।
শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি হয়।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের মজুরি যৌক্তিক হারে বৃদ্ধির নির্দেশ প্রধানমন্ত্রীর
বিক্ষোভ শেষে শ্রমিক নেতারা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন। এছাড়া বোর্ডের মালিক-শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের পাঁচ সদস্যকে অনুলিপি দেওয়া হয়।
গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক এবং গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতারের সভাপতিত্বে ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় বিক্ষোভে বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসামাইল প্রমুখ।
আরও পড়ুন: ‘পোশাক শিল্পের বিকাশে শ্রমিকদের মজুরি বাড়ানো উচিত’
এসময় শ্রমিক নেতারা বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে মাত্র আট হাজার টাকা মজুরিতে শ্রমিকদের জীবন বাঁচানো দায় হয়ে পড়েছে।
তারা আরও বলেন, দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ পোশাকখাতে উন্নতি করলেও এর ভাগীদার শ্রমিকরা হতে পারেননি।
শ্রমিকরা যে মজুরি পায় আর বাজারে জিনিসপত্রের যা দাম তার পাঁচ বছরের তুলনা স্মারকলিপিতে তুলে ধরেন নেতারা।
আরও পড়ুন: দিনরাত খেটেও চলে না সংসার
তারা বলেন, পোশাকখাতে ২০২২-২৩ এ রপ্তানি ১২ শতাংশ এবং নতুন বাজারে ৩৪ শতাংশ বেড়েছে। অথচ শ্রমিকরা কঠিন জীবন-যাপন করছেন।
নেতারা আরও বলেন, এই শিল্পের ভাবমূর্তি রক্ষা এবং দুনিয়ার সস্তা মজুর হিসেবে পোশাক শ্রমিকদের পরিচিত দুর করতে হবে। শ্রমিকদের জীবন-মান উন্নত করতে হলে অবশ্যই ২৫ হাজার টাকা মজুরি বিবেচনায় আনতে হবে।
এমওএস/জেডএইচ/জিকেএস