সরকারি কর্মচারীদের নিয়োগ-পদোন্নতিতে কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২৫ মে ২০২৩
ফাইল ছবি

বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও উচ্চতর গ্রেড দিতে পাঁচটি কমিটি করেছে সরকার। ২৩ মে এসব কমিটি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিনটি পরিপত্র জারি করা হয়। মূলত আগের জারি করা পরিপত্রগুলো বাতিল করে নতুন এই কমিটি করা হয়েছে।

মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তর, পরিদপ্তরের ক্ষেত্রে রাজস্ব খাতভুক্ত ১১-২০ (আগের তৃতীয় ও চতুর্থ শ্রেণি) গ্রেডের পদে সরাসরি নিয়োগ বা পদোন্নতির মাধ্যমে পূরণ করার জন্য আগের জারি করা পরিপত্র বাতিল করে বিভাগীয় নিয়োগ/পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রধান কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রণালয়, বিভাগের জন্য গঠিত বিভাগীয় নিয়োগ/পদোন্নতির পাঁচ সদস্যের কমিটির সভাপতি প্রশাসনিক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন)।

আরও পড়ুন: সরকারি চাকরি বলে যা খুশি তাই করবেন না : প্রধানমন্ত্রী

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বা জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ের একজন প্রতিনিধি, অর্থ বিভাগের উপসচিব বা জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ের একজন প্রতিনিধি ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের উপ-পরিচালক বা সহকারী পরিচালক পর্যায়ের একজন প্রতিনিধি। প্রশাসনিক মন্ত্রণালয়ের উপসচিব বা জ্যেষ্ঠ সহকারী সচিব এই কমিটিতে সদস্য সচিব থাকবেন।

কমিটি সংশ্লিষ্ট নিয়োগ বিধির শর্তপূরণ সাপেক্ষে সব মন্ত্রণালয় বা বিভাগের বেতন স্কেলের ১১ থেকে ২০ গ্রেড পদে (বাংলাদেশ সরকারি কর্মকমিশনের আওতা বহির্ভূত) সরাসরি নিয়োগ দিতে সুপারিশ দেবে। একই সঙ্গে ১১-২০ গ্রেডের পদে উচ্চতর টাইম স্কেল সিলেকশন গ্রেড দেওয়ার সুপারিশও (জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী ২০১৫ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য বকেয়া) দেবে এ কমিটি।

এছাড়া দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের যুগ্মসচিব বা সমগ্রেডভুক্ত পদের একজন কর্মকর্তাকে সভাপতি করে পাঁচ সদস্যের সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের জন্য গঠিত বিভাগীয় নিয়োগ বা পদোন্নতি, উচ্চতর গ্রেড প্রধান কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিলো সাড়ে ৩২ লাখ টাকা

এছাড়া সরকারি কর্মকমিশনের আওতাবহির্ভূত সব মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের ৭-৯ গ্রেডের পদে সরাসরি নিয়োগ দিতে প্রশাসনিক মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব বা সচিবকে সভাপতি করে পাঁচ সদস্যের আরেকটি কমিটি করা হয়েছে।

একই সঙ্গে সরকারি কর্ম কমিশনের আওতাবহির্ভূত সব মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের ১০-১২ গ্রেডের পদে সরাসরি নিয়োগ দিতে আরেকটি কমিটি করা হয়েছে। এ কমিটিও পাঁচ সদস্য বিশিষ্ট, এই কমিটির সভাপতি প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত বা যুগ্মসচিব।

একইসঙ্গে সরকারি কর্ম কমিশনের আওতাবহির্ভূত মন্ত্রণালয়, বিভাগের আওতাধীন এবং স্বশাসিত সংস্থার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ গ্রেডের পদে নিয়োগ বা পদোন্নতি দিতে আগের জারি করা পরিপত্র বাতিল করে নতুন করে বিভাগীয় নিয়োগ, পদোন্নতি কমিটি করা হয়েছে। পাঁচ সদস্যের এ কমিটির সভাপতি প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের জ্যেষ্ঠ সচিব বা সচিব।

আরও পড়ুন: ভুয়া নিয়োগপত্রেই ৩০ বছর সরকারি চাকরি!

কমিটি উপসচিব ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের অধীন ক্যাডারভুক্ত এবং ক্যাডার বহির্ভূত জাতীয় বেতন স্কেলের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ গ্রেডের পদে পদোন্নতি দেবে। এছাড়া সরকারি কর্ম কমিশনের আওতা বহির্ভূত মন্ত্রণালয়, বিভাগের অধীন বেতন স্কেলের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের পদে সরাসরি নিয়োগ দেবে।

একই সঙ্গে এ কমিটি চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ গ্রেডের পদে পদোন্নতি বা নিয়োগ এবং উচ্চতর টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদানের সুপারিশও করবে বলে পরিপত্রে জানানো হয়েছে।

আরএমএম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।