৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৬ মে ২০২৩

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে মো. জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে।

শুক্রবার (২৬ মে) সকালে চান্দগাঁও থানার হামিদচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকির হোসেন চান্দগাঁও থানার পূর্ব ষোলশহর ঘাষিয়া পাড়া সিরাজুল কন্ট্রাক্টরের বাড়ির মৃত মো. শফির ছেলে।

গ্রেফতার জাকির হোসেনকে ভিকটিমের দায়ের করা মামলায় শুক্রবার সকালে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম।

ওসি বলেন, গত ২০ মে ওই শিশুকে ৫০ টাকার নোট দেওয়ার প্রলোভন দেখিয়ে হামিদচরের বাসায় নিয়ে ধর্ষণ করা হয়। ছাড়া পেয়ে শিশুটি ধর্ষণের ঘটনাটি মাকে জানায়। ভিকটিমের মা থানায় অভিযোগ দিলে শুক্রবার সকাল ১০টার দিকে আসামিকে গ্রেফতার করা হয়।

ইকবাল হোসেন/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।