ফুটপাতে পড়ে ছিলেন অসুস্থ ব্যক্তি, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের মেইন গেটের সামনে থেকে অসুস্থ অবস্থায় অজ্ঞাতপরিচয় (৪৫) শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (২৭ মে) রাত সোয়া আটটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমদাদ হোসেন জানান, ওই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী। অসুস্থ অবস্থায় কমলাপুর রেলস্টেশনের মেইন গেটের সামনে পড়ে ছিলেন। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। স্থানীয়দের কাছে জানতে পারি ওই ব্যক্তি কমলাপুর এলাকায় ভিক্ষা করতেন।
মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই মো. এমদাদ হোসেন।
কেএজেডআইএ/কেএসআর/জেআইএম