বিরোধীদলসহ সংসদের কার্যকারিতা জানতে চেয়েছে ইইউ


প্রকাশিত: ০১:০১ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৪

সংসদ কীভাবে চলছে এবং সংসদে বিরোধী দলের ভূমিকা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দল।

সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় দলটির প্রতিনিধি দলের। সেখানে তারা সংসদের কার্যক্রম সম্পর্কে জানতে চায়।

বৈঠকে আওয়ামী প্রতিনিধির দলের নেতৃত্ব দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ‘সংসদ কীভাবে চলছে সে সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছিল ইইউ প্রতিনিধি দল। আমরা তাদের কাছে বিরোধী দলের সংসদে গঠনমূলক ভূমিকা তুলে ধরেছি। তারা এ সব শুনে সরকার ও বিরোধী দলের কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন।’ বৈঠকে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি বলে জানান হানিফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।