ভিসানীতি সাধারণ মানুষের ওপর বেশি প্রভাব ফেলবে: সাবেক ইসি শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৯ মে ২০২৩

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি সাধারণ মানুষের ওপর বেশি প্রভাব ফেলবে বলে মনে করেন ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

সোমবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করে ইএমএফের প্রতিনিধি দল। এসময় তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যবেক্ষকদের আমন্ত্রণ, বিদেশি পর্যবেক্ষকদের অবাধ পর্যবেক্ষণ, ভিসা জটিলতা, নিরাপত্তা নিশ্চিত এবং বাংলাদেশের অবস্থানরত কূটনৈতিকদের আচরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মার্কিন ভিসানীতি প্রসঙ্গে জানতে চাইলে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, নির্বাচন কমিশন তো একা নির্বাচন করে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং অন্যান্য সরকারি, আধাসরকারি প্রতিষ্ঠানের অনেক মানুষকে নির্বাচনে সহযোগিতা করার জন্য নিয়োগ দেওয়া হয়। পলিটিক্যাল পার্টিতে তো অবশ্যই ভিসানীতির প্রভাব পড়েছে। সরকারি দল, বিরোধীদল সবাই এটি নিয়ে আলোচনা করছে। যদি প্রভাব না পড়তো তারা এটি নিয়ে আলোচনা করতো না। তারা যে ভিসানীতি করেছে- সেখানে আমাদের নির্বাচনের কার্যক্রমে যারা যুক্ত থাকবেন কীভাবে তাদের জাজমেন্ট হবে। কে সিদ্ধান্ত নেবে, কে বলবে এ লোকটা দোষী। এটি তো মিডিয়ার ক্ষেত্রেও বলা হয়েছে। আমাদের মনে রাখতে হবে মধ্যপ্রাচ্যের পর যুক্তরাষ্ট্র থেকে সর্বাধিক রেমিট্যান্স আসছে। মিডিয়া সংবাদ প্রকাশের পর, সেটি কীভাবে বিবেচনা করা হবে। এটা পলিটিক্যাল পার্টির চেয়ে সাধারণ মানুষের ওপর বেশি প্রভাব পড়বে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান রেখে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পর্যবেক্ষক ও মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের এখানে নির্বাচন ঠিকভাবে হচ্ছে কি না, সে বিষয়ে যেসব দেশ পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী তাদের মধ্যে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বিদেশি পর্যবেক্ষক যে মাধ্যমে আসুক তাদের নিরাপত্তা, নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। প্রতিমন্ত্রী জানিয়েছেন তারা এটি দেখবে।

এসময় ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী উপস্থিত ছিলেন।

আইএইচআর/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।