প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২৯ মে ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে একই সময় প্রধানমন্ত্রীর নিউইয়র্কে কর্মসূচি থাকায় যাওয়া সম্ভব হবে না বলে জানান তিনি।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে এ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান ড. মোমেন।

সোমবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আরও পড়ুন>> সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসময়ে চীন এ আমন্ত্রণ জানিয়েছে, তখন প্রধানমন্ত্রী নিউইয়র্কে থাকবেন। আমরা বলেছি ওইসময় তো সম্ভব নয়। তারপর নতুন করে তারা কোনো প্রস্তাব দেননি।

এবছরই প্রধানমন্ত্রী চীন সফর করতে পারেন কি না- জানতে চাইলে তিনি বলেন, তা আমি বলতে পারবো না।

জাতীয় নির্বাচনের আগে অক্টোবরে শেখ হাসিনার চীন সফরের কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো বিকল্প প্রস্তাব আমার জানামতে দেওয়া হয়নি।

আরও পড়ুন>> সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক রোড ও ইনিশিয়েটিভ নিয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, না, এমন কোনো কথা হয়নি। তিনি এর ধারে কাছেও নেই। তবে তারা আমাদের উন্নয়নের প্রশংসা করেছেন। আমাদের উন্নয়নের সহযোগী হতে পেরে তারা খুশি। আরও যেসব প্রকল্প হওয়ার কথা, সেগুলো যাতে তাড়াতাড়ি হয়, সেই কথা বলেন তারা। তারা সেটি চান।

আইএইচআর/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।