মশা নিধনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২১ পিএম, ৩১ মে ২০২৩

আসন্ন বর্ষা মৌসুমে কিউলেক্স ও এডিস মশার উপদ্রব কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৩১ মে) দুপুরে রাজধানীর কাওলা মধ্যপাড়া প্রধান সড়ক এলাকায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা প্রচারাভিযান এবং গোয়ালবাড়ী মোড় হতে কাওলার নামাপাড়া পর্যন্ত সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

আতিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে কোনো ধরনের পানি জমিয়ে রাখা যাবে না। আপনারা দেখেছেন আমাদের মশককর্মীদের পাশাপাশি স্কাউট ও ন্যাশনাল ক্যাডেট কোররা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিচ্ছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন সচেতনতা বৃদ্ধির জন্য। আমি সবাইকে অনুরোধ করছি তাদের কাজে সাহায্য করুন। তিনদিনে একদিন জমা পানি ফেলে দিন এটি সবার মাথার মধ্যে ঢুকাতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, ডেঙ্গুর প্রকোপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এটা আমাদের জন্য এলার্মিং। এজন্য নগরবাসীকে এগিয়ে আসতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাসাবাড়িতে কোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। ঘরের আশপাশে দুই বাড়ির মাঝখানের ফাকা জায়গা পরিষ্কার রাখতে হবে, ছাদ পরিষ্কার রাখতে হবে। আমাদের এই অভিযান চলমান। বিশেষ করে নির্মাণাধীন ভবনে জমা পানি পেলে সেখানে অভিযান করে আইন অনুযায়ী ফাইন করবো।

তিনি আরও বলেন, আমাকে অনেকে ফোন করে বলছে যে, ‘আমি ভুলে গেছি জমা পানি ফেলে দিতে।’ ভুলে গেলে চলবে না। ঘরে-বাইরে সবাইকে সচেতন হতে হবে। সম্প্রতি এক বাসায় এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়। যার বাসায় জরিমানা করা হয়, তিনি আমাকে ফোন দিয়ে জরিমানা না করার জন্য বলেন। এখন কথা হচ্ছে একজনের ঘরে জন্মানো এডিস মশায় আরেক ঘরের শিশু, বৃদ্ধসহ কোনো মানুষ অসুস্থ হলে দায় কার? অতএব যার যার বাড়ি তাকেই দায়িত্ব নিতে হবে।

এমএমএ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।