চট্টগ্রাম মহানগরীতে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমির ট্যাবলেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৪৩ এএম, ০১ জুন ২০২৩

জাতীয় কৃমি সপ্তাহে চট্টগ্রাম মহানগরীতে ৫ লাখ শিশুকে কৃমির ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্য নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। বুধবার (৩১ মে) দুপুরে চসিক জেনারেল হাসপাতালে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। আগামী ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত জাতীয় কৃমি সপ্তাহ চলবে।

সভায় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ৪১টি ওয়ার্ডে ৫ লাখ ছাত্র ছাত্রী এবং স্কুল বহির্ভূত শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। কৃমিনাশক ট্যাবলেট না খাওয়ালে ৫-১৬ বছরের বয়সী শিশুরা অপুষ্টিতে এবং শারীরিক ও মানসিক রোগে ভোগে। তাই বছরে দুইবার কৃমির ওষুধ সেবন কার্যক্রম পরিচালিত হয়।

চসিকের স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য কাউন্সিলর আবদুস সালাম মাসুম বলেন, চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চসিক। শিশুদের স্বাস্থ্য রক্ষায় এ কার্যক্রম সফল করতে হবে। বিশেষ করে এবার প্রচণ্ড গরমে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর সময়সূচি পড়ায় কোনো অভিভাবক যাতে সন্তানকে কৃমির ওষুধ খাওয়ানো থেকে বিরত না থাকেন সে ব্যাপারে প্রয়োজনে কাউন্সেলিং করার প্রতি গুরুত্ব দেন তিনি।

অ্যাডভোকেসি সভায় চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন, ইনচার্জ ডা. মো. রাশেদুল ইসলাম, ডা. রিয়াজ আহমেদ, ডা. দীপা ত্রিপুরা, ডা. ইফফাত জাহান প্রমুখ।

সভায় মূল কর্মসূচির তথ্য উপস্থাপন করেন জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্ত্তী। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশন ইনচার্জ মো. আবু ছালেহ।

এমডিআইএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।