ক্যানসার আক্রান্ত ব্যক্তির ইটভাটা দখল

চট্টগ্রামে দুই দুষ্কৃতকারীকে গ্রেফতার করলো র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪২ এএম, ০১ জুন ২০২৩

চট্টগ্রামের সাতকানিয়ায় ক্যানসার আক্রান্ত ব্যক্তির ইটভাটা দখল ও লুটপাটের অভিযোগে দুই দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৩০ মে) নগরীর লালদিঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পালেগ্রাম গ্রামের মো. তৈয়বের ছেলে মোহাম্মদ নোমান (৩৫) ও সাতকানিয়ার ছনখোলা গ্রামের আলতাফ হোসেন দফাদারের ছেলে মমতাজ উদ্দিন (৪০)।

বুধবার (৩১ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৭। গ্রেফতার নোমান বাঁশখালীর কালিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কার হয়েছিলেন।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আনসারুল হক ও ক্যানসার আক্রান্ত মো. কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে সাতকানিয়ায় এসএমবি (শাহ মাজিদিয়া ব্রিকস) নামে একটি ইটভাটা পরিচালনা করে আসছিলেন। মোহাম্মদ নোমান ও মমতাজউদ্দিনের নেতৃত্বে কতিপয় দুষ্কৃতকারী প্রায়সময়ই তাদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করতেন। ভুক্তভোগী এবং তার ব্যবসায়িক অংশীদাররা চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দুষ্কৃতকারীরা তাদের মারধরসহ প্রাণে মেরে ফেলা এবং ব্যবসা করতে না দেওয়ার হুমকি দিতেন।

এরই ধারাবাহিকতায় গত ২৩ মে দুপুর আড়াইটার দিকে মোহাম্মদ নোমান ও মমতাজ উদ্দিনের নেতৃত্বে কতিপয় দুষ্কৃতকারী আগ্নেয়াস্ত্র, দা, কিরিচ, লোহার রড, হকিস্টিক নিয়ে আনসারুল হকের ইটভাটায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তখন ভিকটিম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ইটভাটার ম্যানেজার এবং কর্মচারীদের লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে অফিস থেকে বের করে দেয়। এসময় আনসারুল হক ও তার বড় ভাই বাধা দিলে আসামিরা তাদেরও মারধর করে এবং আনসারুল হকের পকেট থেকে এক লাখ টাকা এবং অফিসের ক্যাশবাক্স ভেঙে ইট বিক্রির পাঁচ লাখ টাকা নিয়ে নেয়।

ওইদিনই দুষ্কৃতকারীরা ইটভাটা জোর করে দখলে নিয়ে ৫০-৬০টি ডাম্পট্রাক এনে প্রায় দুই লাখ ১০ হাজার ইট নিয়ে যায় এবং ১০-১২ হাজার কাঁচাইট ভাঙচুর করে। এছাড়া ইটভাটায় ব্যবহৃত বৈদ্যুতিক মোটর, পানির পাম্প, পানির ড্রাম ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।

এদিকে ওই ঘটনায় থানা পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ২৭ মে নগরীতে ইটভাটা মালিক ক্যানসার আক্রান্ত কামাল উদ্দিনের স্ত্রী সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার স্বামী ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ সুযোগে তাকে মিথ্যা চাঁদাবাজি মামলার আসামি করে কতিপয় দুষ্কৃতকারী ইটভাটাটি দখল করেছেন।

তিনি জানান, প্রবাস থেকে ফিরে কামাল উদ্দিনসহ কয়েকজন মিলে সাতকানিয়ায় শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) নামে একটি ইটভাটা গড়ে তোলেন। মূলত কামাল ইটভাটা পরিচালনা করতেন। সম্প্রতি তার শরীরে ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচার পরবর্তী জটিলতায় গত ১৬ মে থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ সুযোগে দুষ্কৃতকারীরা ইটভাটা দখল করে লুটপাট এবং কর্মচারীদের পিটিয়ে বের করে দেওয়া হয়।

পরে আনসারুল হকের স্ত্রী বাদী হতে ২৯ মে সাতকানিয়া থানায় ২১ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ১০০/১২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর র‍্যাব নজরদারি করে মঙ্গলবার লালদিঘি থেকে মামলার এজাহারনামীয় ১ ও ২ নম্বর আসামি নোমান ও মমতাজ উদ্দিন গ্রেফতার করে। তাদের সাতকানিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এমডিআইএইচ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।