মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল ১ নম্বর গলি এলাকার একটি বাসায় পানির মোটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহ আলম (৪০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহ আলমকে নিয়ে আসা বাসার মালিকের ছেলে মো. মামুন জানান, আজ রাত সাড়ে দশটার দিকে আমাদের বাসার পানির মোটরের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার মনিপুর গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
কাজী আল আমীন/এমএইচআর