চট্টগ্রাম
তিন কিলোমিটার রাস্তায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করলো প্রাণ-আরএফএল
চট্টগ্রামে তিন কিলোমিটার রাস্তায় প্লাস্টিক বর্জ্য পরিষ্কার ও সংগ্রহ করলেন প্রাণ-আরএফএল-এর কর্মীরা। শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় মহানগরীর সিআরবি সাত রাস্তার মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়। সিআরবি এলাকা ছাড়াও আশপাশের জনবহুল সড়কগুলোতেও চলে এ কার্যক্রম।
এর আগে ‘পরিবেশ বাঁচলেই বাঁচবে পৃথিবী’ এই স্লোগানে র্যালি করেন প্রতিষ্ঠানটির প্রায় তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জনসচেতনতা তৈরিতে ‘লেটস সেভ দ্য প্ল্যানেট’ নামে এই ক্যাম্পেইন হয়। শুধু চট্টগ্রাম নয়, রাজধানী ঢাকাসহ দেশের ২৪টি জেলায় ব্যবহৃত প্লাস্টিক রিসাইক্লিং ক্যাম্পেইন চলে।
আরও পড়ুন: ২০০ স্বেচ্ছাসেবী নিয়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ প্রাণ-আরএফএলের
চট্টগ্রামের কর্মসূচি সমন্বয়ের দায়িত্বে থাকা প্রাণ-আরএফএল গ্রুপের এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মো. মাহিনুর ইসলাম মোহন বলেন, চট্টগ্রামে প্রাণ-আরএফএল-এর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় তিন শতাধিক কর্মী ছাড়াও নিবন্ধিত আরও দুই শতাধিক স্বেচ্ছাসেবী কর্মসূচিতে অংশ নেন। র্যালি নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়।
আরও পড়ুন: পরিবেশের ভারসাম্য রক্ষা ও আমাদের চ্যালেঞ্জ
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষকে সচেতনতা করতে প্রাণ-আরএফএল এই ক্যাম্পেইনের আয়োজন করে বলে জানান তিনি।
এমডিআইএইচ/জেডএইচ/জিকেএস