রাজধানীতে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০ পিএম, ০৪ জুন ২০২৩

রাজধানীর উত্তরা ও কাফরুলে অভিযান চালিয়ে প্রতারণার মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন- মো. ফজলু মিয়া (৪৫), হেলাল মিয়া (৩২), মো. আকতার (৪০) ও মির্জা মোহাম্মদ জিকু (৪৬)।

রোববার (৪ জুন) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, শনিবার (৩ জুন) আলাদা অভিযানে উত্তরা ও কাফরুল থেকে প্রতরাণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেফতার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে। এসব মামলায় সাজা হওয়ার পরও রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তারা।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে প্রতারণামূলক কর্মকাণ্ডের দায় স্বীকার করেছে তারা।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরএসএম/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।