মিরপুরে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭ এএম, ০৫ জুন ২০২৩

রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৪ জুন) রাত ৭টা থেকে প্রায় ২ ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের নিতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‌সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর পুলিশ কনভেনশন হলের পাশের গলিতে সোহেল (৩১) নামে এক যুবককে মারধর করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে আনুমানিক দেড় শতাধিক লোক জড়ো হয়েছিল। বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে পুলিশ। এসময় স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। 

তিনি আরও বলেন, মারধরের শিকার সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সোহেলের বাসা মিরপুর ১৩ নম্বর সেকশন এলাকায়। কাফরুল এলাকায় তার ব্যবসা রয়েছে।

টিটি/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।