বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে র্যাব মহাপরিচালকের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। সোমবার (৫ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে তিনি এ শ্রদ্ধা জানান।
আগামী এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া খুরশীদ হোসেনের বাড়তি মেয়াদের দায়িত্ব সোমবার থেকে শুরু হয়েছে। নতুন নিয়োগে কাজ শুরুর দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
এম খুরশীদ হোসেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র্যাবের নবম মহাপরিচালক হিসেবে দায়িত্বগ্রহণ করেন। দায়িত্বগ্রহণের পর অত্যন্ত সফলভাবে মাদক, অস্ত্র, জঙ্গিবাদসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
এদিকে, গত মাসে এক প্রজ্ঞাপনে র্যাবের মহাপরিচালক (ডিজি) পদে এম খুরশীদ হোসেনের মেয়াদ আরও এক বছর বাড়ায় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, র্যাব মহাপরিচালক হিসেবে কর্মরত খুরশীদ হোসেনকে ৫ জুন থেকে পরবর্তী একবছর মেয়াদে র্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। সেই অনুযায়ী আজ থেকে র্যাবের মহাপরিচালক হিসেবে আরও এক বছরের মেয়াদ শুরু হয়েছে খুরশীদ হোসেনের।
আরএসএম/এএএইচ