অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৬ জুন ২০২৩

রাজধানীর মতিঝিল থানায় ২০১৫ সালে একটি অস্ত্র মামলা হয়। এ মামলায় যাবজ্জীবন সাজা হয় আসামি রবিউল ইসলাম ওরফে সুমনের (৪৩)। তবে মামলা হওয়ার পর থেকেই পলাতক সুমন। দীর্ঘ সাত বছর পর তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৫ জুন) রাতে মতিঝিল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউলের বাড়ি গেন্ডারিয়ার ৭ নম্বর বসুবাজার লেন নারিন্দায়। তার বাবার নাম জামাল উদ্দিন।

মঙ্গলবার (৬ জুন) সকালে সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, মতিঝিল থানায় ২০১৫ সালে সুমনের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন রায় ঘোষণা করেন। মামলা হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে গা ঢাকা দেন সুমন।

আরিফ মহিউদ্দিন আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেন সুমন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরএসএম/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।