ওমানের বিশেষ নজরদারিতে তামিম!
রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে খেলতে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটিকে ধরা হচ্ছে অঘোষিত ‘ফাইনাল’ হিসেবে। কারণ এ ম্যাচে যাদের জয় হবে তারাই পাবে মূলপর্বের টিকিট। তাই উভয় দলই তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে।
আর এ কারণেই ওমানের বিশেষ নজরদারিতে থাকবে বাংলাদেশের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। তার সাম্প্রতিক যে ফর্ম তাতে তার ব্যাট হাসলেই বাংলাদেশ হাসে, জয় তুলে নিতে বেগ পেতে হয় না। তার জন্যেই ওমানের এই বিশেষ সতর্কতা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিমকে নিয়ে ওমানের বিশেষ পরিকল্পনার কথা জানালেন দেশটির সহ-অধিনায়ক আমির কলিম। বাংলাদেশি এই হার্ডহিটার ব্যাটসম্যানকে নিয়ে দুশ্চিন্তার অবশ্য যথেষ্ট কারণ আছে তাদের। নেদারল্যান্ডসের বিপক্ষে তামিমের ব্যাটে ভর করেই বাংলাদেশ দল জয় লাভ করে। তামিমের বিধ্বংসী ব্যাটিং রূপ গত ম্যাচে দেখেছে আয়ারল্যান্ডও।
বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে গেলেও যতটুকু সময়ে খেলা হয়েছে তার মাঝে পুরো সময়জুড়েই চলেছে তামিমের তাণ্ডব! তার ২৬ বলে ৪৭ রানের সময়োপযোগী ইনিংসটি এদিন প্রকৃতপক্ষেই প্রশংসার দাবিদার। ওমান দলের জন্য তাই তামিমই হতে পারেন সর্বনাশের মূল কারণ। এ কারণেই আগেই তামিমকে ফেরানোর দিকে মনোযোগ দেয়ার কথা জানালেন ওমান সহ-অধিনায়ক আমির।
সাংবাদিকদের তিনি বলেন, “হ্যাঁ তামিম খুবই ভালো খেলছে। সে খুব ভালো ছন্দেও আছে। তার জন্য আমাদের পরিকল্পনা আছে। এই ম্যাচে আমাদের চেষ্টা থাকবে তাকে অল্প রানে ফিরিয়ে দিতে। এই ম্যাচে তামিম আমাদের বিশেষ নজরদারিতে থাকবেন।” কালিম আরও বলেন, “তামিম যতক্ষণ ক্রিজে থাকবেন আমরা তাকে বেঁধে রাখার চেষ্টা করবো। বোলাররা তাকে চাপে রাখার চেষ্টা করবে।”
রোববারের ম্যাচে যেকোনো মূল্যেই জিততে মরিয়া থাকবে বাংলাদেশ ও ওমান। সম্প্রতি টাইগারদের যে ফর্ম তাতে ওমানকে হারানো কঠিন কিছু হবে না বলেই সবার আশা। তবে চিন্তার বিষয় হলো বাংলাদেশ দলের জন্য সম্পূর্ণ অপরিচিত দল ওমান। এর আগে টাইগাররা তাদের বিপক্ষে কোনো ম্যাচ খেলেনি। তাই দলটিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবে না মাশরাফিবাহিনী।
ওমানকে নিয়ে টাইগাররা চুলচেরা বিশ্লেষণ করে তবেই মাঠে নামবে। বাংলাদেশ দলের ব্যাটিং ভরসা তামিমো চাইবেন ওমান বোলারদের উপর চড়াও আরও বড় ইনিংস খেলতে। এখন দেখার বিষয় টাইগাররা মাঠে তাদের পরিকল্পনা কিভাবে কাজে লাগাতে পারে।
বিএ