চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবি

পুলিশের ধাওয়ায় শাহবাগ ছাড়লো অবরোধকারীরা, যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১০ জুন ২০২৩

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করা চাকরি প্রত্যাশীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের ধাওয়ায় শাহবাগ ছেড়ে চলে যায় তারা।

শনিবার (১০ জুন) রাত ৮টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। এতে কাউকে লাঠিচার্জ না করেই হুইসেল বাজিয়ে ধাওয়া করলেই সরে যায় আন্দোলনকারীরা। দীর্ঘ আট ঘণ্টা ধরে বন্ধ থাকা শাহবাগ মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের ধাওয়া করে শাহবাগ থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে তাদের কয়েকজন আহত ও আটক হয়েছে৷ তবে ফের কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা।

পুলিশের ধাওয়ায় শাহবাগ ছাড়লো চাকরিতে ৩৫ দাবিতে অবরোধকারীরা

আন্দোলনকারীদের সরানোর বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আশরাফ হোসেন বলেন, আন্দোলনকারীরা দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে রেখেছিল। তাদের আমরা দীর্ঘসময় বুঝিয়েছি। জনপ্রশাসন মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দিয়েছি। তাদের মন্ত্রণালয়েও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারপরও তারা সড়ক অবরোধ করে রাখে। এতে জনদুর্ভোগ তৈরি হওয়ায় আমরা কোনো ধরনের লাঠিচার্জ না করেই শুধু বাঁশির হুইসেল বাঁজিয়ে সরিয়ে দিয়েছি।

কাউকে আটক করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি এখন সুস্পষ্টভাবে বলতে পারবো না। কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়েছে কি না খোঁজখবর নিয়ে তারপর জানানো যাবে।

আরএসএম/এএসবিডি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।