কিংবদন্তীদের মতে, ‘চমকে দেবে বাংলাদেশ’


প্রকাশিত: ১২:২১ পিএম, ১৩ মার্চ ২০১৬

এখনো সুপার টেনই নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। অথচ তার আগেই বাংলাদেশ আতঙ্কে ভুগতে শুরু করেছে বিশ্বসেরা দলগুলো। পাকিস্তান, ভারত থেকে শুরু করে ক্রিকেট পরাশক্তিরা এখনই টাইগার বধের ছক কষতে শুরু করে দিয়েছে। টিম বাংলাদেশের ভয়ডরহীন ক্রিকেটই সবাইকে নতুন করে ভাবিয়ে তুলছে। শুধু তাই ক্রিকেটের কিংবদন্তীরাও তাদের ভবিষ্যৎদ্বানী, যাবতীয় হিসাব-নিকাশে এগিয়ে রাখছেন বাংলাদেশকে। এক কথায় তারা জানিয়ে দিচ্ছেন, চমকে দিতে পারে বাংলাদেশ। বিভিন্নভাবে তারা বলছে, ‘এই বিশ্বকাপে যে কোন সময় বাংলাদেশ যে কোন দলকেই চমকে দিতে পারে।’

ক্রিকেট পরাশক্তি হিসেবে বাংলাদেশের উত্থানের সূচনাটা ২০১৫ বিশ্বকাপ থেকেই। ইংল্যান্ডেরমত দ্বৈত্যবধ করে কোয়ার্টার ফাইনালে নাম লেখানোর পর থেকেই। বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত নিজেদের সেরা ফর্মে রয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে কিছুটা সংশয় থাকলেও এবারের এশিয়া কাপে পাকিস্তান-শ্রীলংকার মত দলকে হারিয়ে ফাইনালে খেলার কারণে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও যে বাংলাদেশ দুর্দান্ত কিছু করে দেখাবে সেটাই বলছেন কিংবদন্তীরা। এশিয়া কাপের ফর্মটা যে বিশ্বকাপেও বাংলাদেশ ধরে রাখছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এজন্যেই বাংলাদেশকে নিয়ে ভাবছে ক্রিকেটের পরাশক্তিগুলো।

‘২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল সবাইকে চমকে দিবে?’ ক্রিকইনফোর এই প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল বেশ কয়েকজন কিংবদন্তীর কাছে। যেখানে অংশ নিয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, শ্রীলংকান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ফিল্ডার জন্টি রোডস, সাবেক ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান, কিংবদন্তী ক্যারিবীয় পেসার কোর্টনি ওয়ালশ। তাদের অধিকাংশের কণ্ঠেই ছিল বাংলাদেশের নাম। কিংবদন্তীদের সবাই বিশ্বাস করেন, বাংলাদেশ দল এবার সবাইকে চমকে দেবে।

তবে কিংবদন্তীদের বিশ্বাসের প্রমান দিতে হলে আজ যেভাবেই হোক ওমানকে হারাতে হবে বাংলাদেশকে। তবেই সুপার টেন। আপাতত সুপার টেনে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সময় রাত ৮টায় ওমানের বিপক্ষে মাঠে নামছে মাশরাফিরা।

আরআর/আএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।