প্রেমিক যুগলকে লক্ষ্য করে ‘শিস দেওয়ায়’ যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৫:০৭ এএম, ২৩ জুন ২০২৩

 

রংপুরের পীরগঞ্জে প্রেমিক যুগলকে লক্ষ্য করে শিস দেওয়াকে কেন্দ্র করে শরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে পৌরসভার স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়নে। তিনি পেশায় একজন সিএনজিচালক। পীরগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন শরিফুল।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শরিফুল ইসলামের খালার বাড়ি পীরগঞ্জে। চার বন্ধুসহ তিনি ওই এলাকায় ঘুরতে আসেন। স্লুইস গেটে আড্ডা দেয়াওর একপর্যায়ে পাশে থাকা প্রেমিক-প্রেমিকার উদ্দেশ্যে শিস দেওয়ার ঘটনা ঘটে। এ শিস দেওয়াকে কেন্দ্র করে প্রেমিক মোবাইলে তার বন্ধু ও সহযোগীদের ডেকে আনেন। কয়েকজন যুবক ঘটনাস্থলে গিয়ে শরিফুলকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে শরিফুল ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, ‘যারা হত্যাকাণ্ডে জড়িত তারা ঠিক কিশোর গ্যাং নয়। উঠতি বয়সের ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের আমরা শনাক্ত করেছি। এ ঘটনায় মামলাও হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জিতু কবীর/এএএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।