শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ২
শরীয়তপুরের গোসাইরহাট বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ ২ জন আহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সুকমল কর্মকার (গুলিবিদ্ধ) ও কৃষ্ণ দাস।
সরেজমিনে গিয়ে জানা যায়, গোসাইরহাট বাজারে ৪ জন পুলিশ টহলরত ছিল। আনুমানিক ২টার দিকে ১৫০ থেকে ২০০ জন ডাকাত বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গোসাইরহাট বাজারে আসে এবং টহলরত পুলিশের দুইজনকে হাত পা বেঁধে ফেলে এবং বাকি ২ জনকে খবর দিতে বলে। পরে ডাকাত দল গোসাইরহাট বাজারের নিউ আর কে গিনি হাউজ, জনক অলংকার ভবন, নিউ শিলা হাউজ ও দীলিপ স্বর্ণ হাউজসহ ১টি মুদি দোকান ও একটি মোবাইলের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে হামলা চালায়। প্রায় ২ ঘণ্টাব্যাপি ডাকাতি চলে। কিন্তু পুলিশ সংবাদ পাওয়া সত্ত্বেও ডাকাতদের ধরার জন্য এগিয়ে আসেনি। এতে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি টাকার জিনিসপত্র নিয়ে যায়। এ কাজে বাধা দিতে আসলে একজন গুলিবিদ্ধসহ ২ জন আহত হয়।
দোকানিরা বলেন, রাত আনুমানিক ২ টার দিকে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রে সজ্জিত একদল ডাকাত আমাদের বাজারে হামলা চালায়। আমাদের বাজারের ৪টি স্বর্ণের দোকানসহ একটি মুদি দোকান ও একটি মোবাইলের দোকানে ডাকতি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি টাকার জিনিসপত্র নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে থানায় সংবাদ পাঠালেও পুলিশ বাজারে আসেনি।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন বলেন, ডাকাতির ঘটনা সত্য। আমাদের দুইজন পুলিশ সদস্যকে বেঁধে ডাকাতরা বাজারে ডাকাতি চালায়। বাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ছগির হোসেন/এসএস/পিআর