রিজার্ভ চুরির ঘটনা তদন্তে কমিটি
রিজার্ভ চুরির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে কমিটির প্রধান করা হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস এবং বুয়েটের শিক্ষক মোহাম্মদ কায়েকোবাদ।
এসএ/এএইচ/পিআর