মেট্রোরেলে কারিগরি ত্রুটি, আড়াই ঘণ্টা বন্ধের পর চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৯ আগস্ট ২০২৩
ফাইল ছবি

কারিগরি ত্রুটির কারণে আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। পরে তা ঠিক করার পর দুপুর ১২টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমডিসিএল) এক কর্মকর্তা জানান, শেওড়াপাড়ায় মেট্রোরেলের লাইনে বিদ্যুতের সাবস্টেশনে বৈদ্যুতিক লাইন ফেইল করায় এই সমস্যা হয়েছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত সেখানে টেকনিক্যাল টিম কাজ করে। ১২টার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন> সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল

এর আগে সোমাবার (৭ আগস্ট) সকালে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল ছাড়তে ৪০ মিনিট বিলম্ব হয়। ফলে সকাল ৮টায় মেট্রোরেল চলাচল শুরুর কথা থাকলেও তা ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে।

এমএমএ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।