লাইসেন্স না থাকায় পল্লবীর তিন বেকারিকে জরিমানা
সিএম লাইসেন্স না নিয়ে মানচিহ্ন ব্যবহার করে পণ্য বিক্রি করার অপরাধে রাজধানীর পল্লবী এলাকায় তিন বেকারিকে জরিমানা করেছে বিএসটিআই।
বুধবার এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সে তথ্য জানানো হয়েছে।
বিএসটিআই জানিয়েছেন, পল্লবী থানাধীন এলাকায় মোবাইলকোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহারপূর্বক কেক, বিস্কুট, পাউরুটি পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে মোল্লা বেকারি, নিউ তিতাস বেকারি এবং তিতাস বেকারিকে বিএসটিআই আইন অনুসারে প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে আরও ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওই মোবাইলকোর্ট বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে পরিচালিত হয়।
এনএইচ/এমআইএইচএস/জিকেএস