ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১ পিএম, ১৫ আগস্ট ২০২৩

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (১৫ আগস্ট) হাই কমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়।

এ বছর স্বাধীনতা দিবসের উদযাপন ভারতের স্বাধীনতার ৭৬তম বছরকে চিহ্নিত করে এবং ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র চলমান উদযাপনের অংশ হিসেবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দিনটি উদযাপিত হয়।

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন ও জাতির উদ্দেশে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া ভাষণের অংশবিশেষ পড়ে শোনান।

jagonews24

অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) শিক্ষকদের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য দেশটির জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

এসময় ভারতীয় সম্প্রদায় থেকে বিপুল সংখ্যক সদস্যের অত্যন্ত উৎসাহী অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আইএইচআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।