আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা : শাহ নেওয়াজ


প্রকাশিত: ০১:২২ পিএম, ২০ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ।

শেরে বাংলা নগরে নিজ কার্যালয়ে রোববার দুপুরে ইউপি ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শাহনেওয়াজ বলেন, এ পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, সংঘাত-সংঘর্ষ হলেই ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা বলে দিয়েছি-কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এটা মুখের কথাই নয়। অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ ছাড় দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

২২ মার্চ প্রথম ধাপের ৭৩২ ইউপিতে ভোট হবে। এসব এলকায় প্রার্থীদের প্রচারণা রোববার মধ্যরাতে বন্ধ হয়ে যাবে বলে জানান এ নির্বাচন কমিশনার।

ভোটকে সামনে রেখে যেই আইন লঙ্ঘন করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, যদি কোনো ভোটগ্রহণ কর্মকর্তার উপর হামলা করা হয় বা তাদেরকে জোড় পূর্বক কোনো কিছু করা হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেবো। এ বিষয়ে কোনো কম্প্রমাইজ করা হবে না। সেক্ষেত্রে কারো সঙ্গে এমন কোনো ঘটনা ঘটলে তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন মুখবুজে সব সহ্য না করে আমাদের জানায়। আমরা জানতে পারলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেয়া হবে।   

তিনি বলেন, দল ও প্রার্থীদের সহিষ্ণুতা দেখানোর অনুরোধ করছি। ভোট গ্রহণ কর্মকর্তাদের বলেছি-অনিয়ম মুখ বুজে সহ্য করবেন না। ভোটে কর্মকর্তাদের ভয়ভীতি ও লাঞ্ছিত করা হলে জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।”

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।