তিন দফা দাবিতে ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০২:১৪ এএম, ২৪ আগস্ট ২০২৩
খুলনা জেলা পেট্রল পাম্প মালিক সমিতির প্রস্তুতি সভা

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ তিন দফা দাবি ৩১ আগস্টের মধ্যে বাস্তবায়িত না হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন খুলনা জেলা পেট্রলপাম্প মালিক সমিতি।

বুধবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে খুলনা নিউমার্কেট এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রস্তুতি সভায় এ সমর্থন জানানো হয়। খুলনা জেলা পেট্রলপাম্প মালিক সমিতির আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস।

জ্বালানি তেল ব্যবসায়ীদের তিন দফা দাবিগুলো হলো- প্রথমত, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির ইকোনোমিক লাইফ ৫০ বছর নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫০ শতাংশ করতে হবে। তৃতীয়ত, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

খুলনা জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস বলেন, অনেকদিন ধরে তিনটি দাবি জানিয়ে আসছি। অথচ সরকার মানছে না। আগে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কমিশন বাড়ানো হতো। কিন্তু এবার তেলের দাম বাড়লেও কমিশন বাড়েনি। আগামী ৩১ আগস্টের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের বিষয়টি সমাধান না হলে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করবো।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন। সভায় আরও বক্তব্য দেন জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবহান, সহ-সভাপতি মইবুল হাসান ও কোষাধ্যক্ষ এস এম মুরাদ উজ্জামান প্রমুখ। 

আলমগীর হান্নান/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।