ফেনসিডিল কারবারে কেনা হয় গাড়ি, প্রথম চালানেই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

ফেনসিডিলের খুচরা কারবারি মনির হোসেন মোবারক। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী সীমান্ত থেকে ১৭০ বোতল ফেনসিডিলের একটি চালানসহ তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গাজীপুরের কালীগঞ্জ ও টঙ্গী এলাকার খুচরা মাদক কারবারিদের কাছে ফেনসিডিল পৌঁছে দিতে প্রাইভেটকারে করে নিয়ে আসা হয়। উত্তরা পশ্চিম থানা এলাকায় গ্রেফতার হয় মনির।

সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ায় ঢাকা-গাজীপুর এলাকায় ফেনসিডিলের চালান কমে যায়। ফলে মনির নিজেই মাদকের চালান দেওয়ার জন্য কেনেন প্রাইভেটকার।

এদিকে, খিলগাঁও সার্কেলের একটি দল সন্ধ্যায় বাড্ডার প্রগতি সরণি এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ কক্সবাজারের ঈদগাহ এলাকার আব্দুল্লাহ (২২) নামে একজনকে গ্রেফতার করে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোর (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি বলেন, মনির হোসেন মোবারক আগে থেকে ফেনসিডিলের খুচরা ব্যবসা করতেন। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কারণে ঢাকা-গাজীপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা কমে যায়। মনির নিজে উদ্যোগী হয়ে একটি প্রাইভেটকার কেনেন এবং রাজশাহী সীমান্ত থেকে ১৭০ বোতল ফেনসিডিলের একটি চালান নিয়ে আসেন। তার পরিকল্পনা ছিল ফেনসিডিলের চালানটি গাজীপুরের কালীগঞ্জ ও টঙ্গী এলাকার খুচরা মাদক কারবারিদের কাছে পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্যদের ধরতে অভিযান চলছে।

এদিকে, শনিবার সন্ধ্যায় অপর একটি অভিযানে খিলগাঁও সার্কেলের একটি দল বাড্ডার প্রগতি সরণি এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ কক্সবাজারের আব্দুল্লাহকে গ্রেফতার করে বলেও জানান তিনি।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় দুটি মামলা হয়েছে।

আরএসএম/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।