বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের ডিজির বিরুদ্ধে তদন্ত চলছে
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলোচনায় ছিল আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় লাগার বিষয়টি। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীনের অদক্ষতা আছে কি না সে বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠির কপি জাগো নিউজের হাতে এসেছে।
বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ডিজির চরম অদক্ষতার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (নিরাপত্তা ও বহিরাগমন) নেতৃত্বে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চিঠিতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি উপবিভাগের উপসচিব জাহিদুল ইসলাম।
আরও পড়ুন: যে ৩ কারণে আগুন নেভাতে দেরি
এতে বলা হয়, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীনের চরম অদক্ষতার কারণে বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ তার ছোট ভাই নুর উদ্দিন আনিস, সালাউদ্দিন ও তাদের সিন্ডিকেটের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননাসহ নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও অন্যান্য খাতে ব্যাপক দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন থেকে অনুরোধ করা হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের (নিরাপত্তা ও বহিরাগমন) নেতৃত্বে যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) ফয়সল আহমেদ এবং সিনিয়র সহকারী সচিব (নিরাপত্তা-৩ শাখা) আফরোজা আক্তার রিবার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। কমিটিতে আনা অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এ বিষয়ে সিনিয়র সহকারী সচিব (নিরাপত্তা-৩ শাখা) আফরোজা আক্তার রিবা জাগো নিউজকে বলেন, ‘তদন্তে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য আমি একজন সদস্য। তদন্ত কমিটির প্রধান আমাদের অতিরিক্ত সচিব বর্তমানে দেশের বাইরে আছেন। তবে তদন্ত চলমান। তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে।’
আরও পড়ুন: ষড়যন্ত্র দেখছেন ব্যবসায়ীরা, ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন
চিঠির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি উপবিভাগের উপসচিব জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘দুর্নীতি দমন কমিশন থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীনের বিরুদ্ধে একটি প্রতিবেদন আসার পর মন্ত্রণালয়ে একটি তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। চিঠিতে আমি সই করেছি। তদন্ত এখনো চলমান।’
অভিযোগের বিষয়ে জানতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
গত ৪ এপ্রিল সিটি করপোরেশন মালিকানাধীন বঙ্গবাজারে (বঙ্গবাজার কমপ্লেক্স, গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট) আগুন লাগে। ওই আগুন ছড়িয়ে পড়ে পাশের এনেক্সকো টাওয়ার মার্কেট (একাংশ), মহানগর শপিং কমপ্লেক্স (একাংশ), বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও মার্কেটে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে তিন হাজার ৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের আর্থিক ক্ষতি প্রায় ৩০৩ কোটি টাকা।
টিটি/কেএসআর/জেআইএম