চান্দগাঁওয়ে অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে দেশীয় এলজিসহ মো. সোহেল ওরফে চাকমা সোহেল (২৮) নামের এক কিশোর গ্যাং লিডারকে গ্রেফতার করেছে পুলিশ।

চান্দগাঁও আবাসিক এলাকার ৭ নম্বর রোডের খন্দকার পাড়া ব্রিজের মুখ থেকে গত বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার সোহেল নোয়াখালীর হাতিয়া উপজেলার কলাপাড়া ৪ নম্বর ওয়ার্ড চৌকিদার বাড়ির সালাহ উদ্দিন ওরফে সাদ্দার ছেলে। তিনি বর্তমানে চান্দগাঁও থানাধীন উত্তর ফরিদার পাড়া খন্দকার পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

গ্রেফতার সোহেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম।

তিনি বলেন, গ্রেফতার সোহেল মূলত কিশোর গ্যাং পরিচালনা এবং চাঁদাবাজির জন্য নিজের কাছে অস্ত্র রাখে। সোহেল এর আগেও বিভিন্ন অপরাধে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।

ওসি বলেন, প্রতিবার গ্রেফতারের পর জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে সোহেল। এর আগেও চট্টগ্রামের চান্দগাঁও, পাঁচলাইশ, নোয়াখালীর হাতিয়া থানায় অস্ত্র, চুরি, মারামারির পাঁচটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার সোহেলকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইকবাল হোসেন/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।