চট্টগ্রামে হয়ে গেলো ফ্রি স্টাইল স্টান্ট ব্যাটল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামে ‘চিটাগাং এমটিবি-ফ্রি স্টাইল স্টান্ট ব্যাটল-২০২৩’ নামের স্টান্ট রাইডারস প্রতিযোগিতায় অংশ নিলো ২০ তরুণ। নগরীর চট্টেশ্বরী রোডে চট্টগ্রাম গ্রামার স্কুল সংলগ্ন গোল চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় গেলো শুক্রবার।

প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরিতে মো. সামির এবং জুনিয়র ক্যাটাগরিতে আশরাফুল আলম তাহসিন চ্যাম্পিয়ন হয়েছেন।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের (সিবিএফ) তত্ত্বাবধানে সিআরএ এই স্টান্ট রাইডারস প্রতিযোগিতার আয়োজন করে। কমিউনিটি পার্টনার ছিল এফএনএফ রাইডারস চিটাগং, আরএসআরজেড, রকশ্লেয়ার্স। প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরিতে সাজ্জাদ হোসেন ইমন দ্বিতীয়ও মো. মিনহাজ উদ্দিন ফরহাদ তৃতীয় হয়েছেন।

অন্যদিকে, জুনিয়র ক্যাটাগরিতে মো. ইফাজ দ্বিতীয় ও মো. হৃদয় তৃতীয় হয়েছেন।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর মোস্তফা টিনু, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিন, সারেং এর ফাউন্ডার মিনহাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গেলো ১৪ বছরে খেলার প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে, উন্নতি করেছে। এই সরকারের সময় ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ সব ক্ষেত্রেই আমরা সাফল্য পেয়ে চলেছি। খেলাধুলায় এই অগ্রগতি ধরে রাখতে সবাইকে উদ্যমী হতে হবে।

প্রতিযোগিতায় প্রাইমারি এবং প্রো-দুটি ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগ থেকে ২০ জন প্রতিযোগি অংশ নেন ৷ প্রথম ২০ জনের প্রত্যেক প্রতিযোগিকে প্রাথমিক ধাপে তিন মিনিট করে স্টান্ট পারফর্ম করার সময় দেওয়া হয়। সেখান থেকে ৩ জন করে দুইটি ক্যাটাগরিতে মোট ৬ জন টপ পারফরমারকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন ডাউনহিল ও এন্ডুরো মাউন্টেন বাইকিং ক্লাব ‘রকশ্লেয়ার্স’র ইন্সট্রাক্টর আহসান হাবীব। এমটিবি ফ্রি স্টাইল স্টান্ট রাইডার আশরাফুল ওয়াইএস এবং এফএনএফ রাইডার্স চিটাগাংয়ের অ্যাডমিন মুজিবুর রহমান মনি। ভলেন্টিয়ারিং এবং ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন সিআরএ স্টান্ট রাইডারস গ্রুপের ফাউন্ডার বেলাল বিন জসিম তাসকিন, আরএসআরজেড গ্রুপের ফাউন্ডার এজে রাফি ও মো. জিয়াউল ইসলাম।

ইকবাল হোসেন/এমডিআইএইচ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।