গাজীপুরে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ


প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৩ মার্চ ২০১৬

গাজীপুরে এক ব্যবসায়ীকে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মো. রফিকুল ইসলাম (৩৮)। তিনি কুনিয়া টেকপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে মুরগি বেচা-কেনার ব্যবসা করতেন।

নিহতের চাচা আব্দুর রহমান অভিযোগ করে বলেন, রফিকুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম সম্প্রতি বিদেশ যান। রফিকের খালাতো ভাই মজিবুর রহমানের স্ত্রী রঙমালার নিকট থেকে আনোয়ারা ৩৫ হাজার ধার নিয়েছেন এমন দাবি করে মুজিবুর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রফিকুলের কাছে ওই টাকা দাবি করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুজিবুর রহমান ও তার লোকাজন রফিককে মারধর করে। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার সকালে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম।

তিনি জানান, নিহতের মাথায় আঘাতের এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন রয়েছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।