অপু বিশ্বাসের নামে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

অপু বিশ্বাসের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চলচ্চিত্র প্রযোজক সিমি ইসলাম কলি। জিডিতে অপু ছাড়াও বিবাদী করা হয়েছে জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনকে। তবে তিনি অভিনেত্রী অপু বিশ্বাস কি না তা জিডিতে উল্লেখ করা হয়নি। জিডিতে অপু বিশ্বাসের বাবা-মায়ের নাম এবং ঠিকানাও অজ্ঞাত বলা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এ অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযুক্ত অপু বিশ্বাস অভিনেত্রী কি না- সেটা আমরা নিশ্চিত না। অভিযোগে উল্লেখও করা হয়নি। অপু বিশ্বাস ছাড়াও লিখিত অভিযোগে জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে প্রযোজক সিমি দাবি করেছেন, তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম অপু।

অভিযোগে বলা হয়েছে, গত ২৯ আগস্ট বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম অপু ইউটিউব চ্যানেলটি হ্যাক করেন।

টিটি/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।