বংশালে চাঁদা না দেওয়ায় মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

চাঁদা না দেওয়ায় নারীসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর বংশালে আলুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রানু বেগম (৭০) ও তার ছেলে মো. মাসুদ রানা (৪৫) এবং আব্দুল মাসুম (৪৮)। তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান রিতা বেগম।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে কাজ আটকে দেওয়ার অভিযোগ ২ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে

তিনি বলেন, আলুবাজার বড় মসজিদ এলাকায় আমাদের ছোট একটি সেলুনের দোকান। এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক কারবারিরা কয়েকবার আমাদের কাছে চাঁদা দাবি করে। কিন্তু আমার ভাই চাঁদা না দেওয়ায় শুভ, প্রিন্স, সাফরানসহ ১২-১৫ জনের সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা করে। তারা মা রানু বেগম, ভাই মাসুদ রানা ও চাচা আব্দুল মাসুমকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চাচা আব্দুল মাসুমের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: ‘চাঁদা’ না পেয়ে ২৩ লেগুনা আটকে রাখার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বংশালে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে তিনজন ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে মাসুমের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।