মধ্যরাতে তেহারি খেতে বেরিয়ে এক বন্ধু নিহত, হাসপাতালে দুজন

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৩ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রাসেল (১৭) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন মানিক (১৯) ও এনামুল (২৩)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাসেলকে কর্তব্যরত চিকিৎসক রাত চারটার দিকে মৃত ঘোষণা করেন। আরও দুজন ঢামেকে চিকিৎসাধীন।

নিহতের ভাই মোহাম্মদ হোসেন জানান, আমার ভাই মোটরসাইকেল মেকানিক। মোটরসাইকেল নিয়ে ওরা কয়েক বন্ধু মিরপুর থেকে পুরান ঢাকায় তেহারি খাওয়ার জন্য যায়। খাওয়ার পরে মিরপুরে ফেরার পথে গুলিস্তানের জিরো পয়েন্টে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়ে। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আমার ভাইকে চিকিৎসক মৃত ঘোষণা করে। আরও দুজন চিকিৎসাধীন।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

কাজী আল আমীন/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।