যাত্রাবাড়ীতে দুই তক্ষকসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালি এলাকা থেকে দুইটি জীবিত তক্ষকসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজনকে আটক করেছে থানা পুলিশ। তার নাম নিউটন চাকমা।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ী এলাকার কুতুবখালী পকেট গেটের চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জাগো নিউজকে বলেন, চেকপোস্টে নিয়মিত তল্লাশি করার সময় সন্দেহ হয় নিউটনকে। পরে তার কাছ থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়। নিউটন পুলিশকে জানিয়েছে, এই তক্ষকগুলো খাগড়াছড়ি থেকে এনে ফরিদপুরের এক ব্যাক্তিকে দেওয়ার কথা ছিল।

এসআই মনির আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বন্য প্রাণীর অবৈধ ব্যবসা করে আসছিল। নিউটন সেই চক্রের কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তক্ষকগুলো হস্তান্তর করা হবে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে। আটক নিউটনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টিটি/এসটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।