স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে যুবককে হত্যা, আসামি রুস্তম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

রংপুরের পীরগঞ্জে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে হত্যার চারদিন পর আসামি রুস্তম আলী সরকারকে (৫০) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার রাতে মহানগরীর ইপিজেড ফ্রি পোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার রোস্তম রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ফকিরাপাড়া গ্রামের মৃত গণি সরকারের ছেলে। আর নিহত মোস্তাফিজুর রহমান (৪৮) পেশায় একজন কৃষক এবং রুস্তম আলীর প্রতিবেশী। রুস্তম আলীর স্ত্রীর সঙ্গে মোস্তাফিজের অবৈধ সম্পর্ক আছে বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছিলেন রুস্তম আলী সরকার।

আরও পড়ুন: স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা

এ নিয়ে গত ১৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় একটি মুদির দোকানের সামনে মোস্তাফিজের সঙ্গে রুস্তম আলীর বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে পরের দিন ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার পথে মোস্তাফিজকে কুপিয়ে হত্যা করেন রুস্তম। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর নিহতের ছেলে বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে হত্যাকাণ্ডের পর রুস্তম আলী পালিয়ে চট্টগ্রামে আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাকে মহানগরীর ইপিজেড ফ্রি পোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ইকবাল হোসেন/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।