রাজধানীতে ধর্ষণ মামলার ২ পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ ও সাভারের আশুলিয়া এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতাররা হলেন- ইদ্রিস হাওলাদার (৫০) ও দুলাল হাওলাদার (৩০)।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান।

তিনি বলেন, বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‍্যাব-১০ ও র‍্যাব-৮ এর যৌথ আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে মাদারীপুরের ডাসার থানায় নারী ও শিশু নির‍্যাতন দমন আইনে করা ধর্ষণ মামলার পলাতক আসামি ইদ্রিস হাওলাদারকে (৫০) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার প্রধান আসামি দুলাল হাওলাদারকে (৩০) আশুলিয়ার বালুরমাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, গ্রেফতাররা ওই ধর্ষণ মামলার পর থেকে কেরাণীগঞ্জ ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।