ডিএসসিসির লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজধানীর ওয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের চাচা বিল্লাল হোসেন বলেন, আমরা সিটি করপোরেশনে কাজ করি। ওয়ারির মেথরপট্টি এলাকায় পাইপ লাইনের কাজ করার জন্য মাটি খোঁড়ার সময় পাশ দিয়ে বিদ্যুৎ লাইন যায়। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার ভাতিজা অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার বৌলাম গ্রামে। তিনি ওয়ারীতে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
কাজী আল আমিন/জেডএইচ/জিকেএস