সালমান এফ রহমান

শুধু ঢাকা নয়, ভারী বৃষ্টিতে ইউরোপ-আমেরিকার শহরেও পানি জমে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীতে এক ঘণ্টার বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, যখন অস্বাভাবিক বৃষ্টি হয়, তখন শুধু ঢাকা নয়, দেখবেন— ইউরোপ, চীন, আমেরিকার বড় বড় শহরেও পানি জমে গেছে। লিবিয়াতে দেখেছেন, ভারী বৃষ্টি হলো, বন্যা হলো, তাতে অসংখ্য মানুষ মারা গেলেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিষয়ে সম্মেলনে বক্তব্য শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিন দিনব্যাপী এ সম্মেলনে ঢাকা শহরের উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে নানান আলোচনা চলছে।

সম্মেলনের বিষয়বস্তু ও তা বাস্তবায়ন নিয়ে আগেও অনেক সভা-সেমিনার হয়েছে। তবুও মাত্র একদিন আগেই রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে পুরো ঢাকা শহরে জলাবদ্ধতা দেখা দেয়। সভা-সেমিনার ছাড়া এটা নিয়ে আদৌ কার্যকর পদক্ষেপ নেওয়া হয় কি না, এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।

আরও পড়ুন>> ইইউ পর্যবেক্ষক না পাঠালে কিছু যায় আসে না: সালমান এফ রহমান

জবাবে সালমান এফ রহমান বলেন, ঢাকা শহরে জলাবদ্ধতায় সয়লাব হয়ে যাওয়ার কথা যে বললেন, এটা আসলে নতুন কিছু নয়। আমি বলবো- এটা অতীতের একটা সমস্যা, যেটা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। এটা নিয়েও কাজ করা হচ্ছে। এটা কীভাবে পর্যায়ক্রমে কমাতে পারি, তা নিয়ে আরও কাজ হবে।

Salman.jpg

যখন একটা প্ল্যান করা হয়, তখন একটা সীমারেখা নিয়ে প্ল্যান হয়। আমি ধরে নিলাম, এতটুকু বৃষ্টি হবে, নরমাল বৃষ্টি যেটা। সেটা হলে আমাদের যে ড্রেনেজ তা দিয়েই পানি নিষ্কাশন হয়ে যাবে। সেটা হয়ও। কিন্তু যখন অস্বাভাবিক বৃষ্টি হয়, তখন শুধু ঢাকা নয়, দেখবেন- ইউরোপ, চীন, আমেরিকাতেও বড় বড় শহরে পানি জমে গেছে। লিবিয়াতে দেখেছেন, ভারী বৃষ্টি হলো, বন্যা হলো, তাতে অসংখ্য মানুষ মারা গেলেন।

আরও পড়ুন>> বাংলাদেশে ভিসানীতি বাস্তবায়ন শুরু করেছে যুক্তরাষ্ট্র

যতই পরিকল্পনা করি না কেন, অতিভারী বা অতিরিক্ত কিছু দুর্যোগপূর্ণ হয়ে গেলে আর কিছুই করার থাকবে না। জলবায়ু পরিবর্তনের কারণে এমন সমস্যা হচ্ছে। এর চরম নেতিবাচক প্রভাবটা আমাদের সামনে ধীরে ধীরে প্রকট আকারে দেখা দিচ্ছে। সামনে হয়তো এটা আরও বাড়বে। এ নিয়ে আমাদের পরিকল্পনাবিদদের দীর্ঘমেয়াদি কাজ করতে হবে। সরকার সহায়তা দিয়ে যাবে।

এর আগে সকাল ১০টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং’-এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সালমান এফ রহমান। তিন দিনব্যাপী এ কনফারেন্স শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘের হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইমুনাহ মোহা. শরীফ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রাণালয়ের সচিব কাজী ওয়াসিউদ্দিন, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার।

আরও পড়ুন>> যারা স্যাংশনস দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী

সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক ও সম্মলেন আয়োজক কমিটির আহ্বায়ক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী হাসান। এতে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন।

এএএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।