রাজধানীর অভিজাত এলাকায় প্রাইভেটকারে মদ-বিয়ার বিক্রি করতেন তিনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর বনানীতে প্রাইভেটকারে বিদেশি মদ ও বিয়ার বিক্রির অভিযোগে মো. মনির ওরফে রিয়াজ (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এ তথ্য জানান।

রাজধানীর অভিজাত এলাকায় প্রাইভেটকারে মদ-বিয়ার বিক্রি করতেন তিনি

তিনি বলেন, শনিবার ভোরে রাজধানীর বনানীতে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে বলে গোয়েন্দা খবর আসে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বনানীর ৯ নম্বর সড়কের জি ব্লকের একটি বাসার সামনে থেকে মাদক কারবারি রিয়াজকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪৩ লিটার বিদেশি মদ, ২৮০ ক্যান (১৪০ লিটার) বিয়ার, একটি প্রাইভেটকার, দুটি মোবাইলফোন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

রাজধানীর অভিজাত এলাকায় প্রাইভেটকারে মদ-বিয়ার বিক্রি করতেন তিনি

গ্রেফতার রিয়াজকে জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য প্রাইভেটকারে পরিবহন করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় কেন-বেচা করে আসছিলেন। তার বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।