লালবাগে আগুন

ধোঁয়ায় একই পরিবারের ৬ জন অসুস্থ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর লালবাগের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। একই সঙ্গে আগুনের এ ঘটনায় ধোয়ায় একই পরিবারে ৬ জন অসুস্থ হয়ে পড়েছে।

তারা হলেন, প্লাস্টিক কারখানা মালিক মো. জাকির হোসেন (৬৫) স্ত্রী তসলিমা হোসেন (৬০) ছেলে মো. রাফি (৩৮) ছেলের স্ত্রী তাহাসিন কারিম আনিকা (৩০) জাকিরের নাতনি আফরিন (১৩) এবং গৃহকর্মী মাকসুদা বেগম (৬০)। এদের মধ্যে কেউ অগ্নিদগ্ধ না হলেও ধোয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন>>> লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে

অসুস্থ হয়ে সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, লালবাগ এলাকা থেকে একই পরিবারের ছয় জন আমাদের এখানে এসেছেন। সবাই ধোয়ায় অসুস্থ হয়। সবার অবস্থা শঙ্কামুক্ত।

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ফায়ার সার্ভিসে দুটি ইউনিট বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ হয়।

আগুন লাগা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। আগুন নেভার পর সরেজমিনে ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, জিনিসপত্র সব পুড়ে গেছে। লোহার আসবাবপত্রের কিছু অংশ অবশিষ্ট আছে। এছাড়া অন্যান্য জিনিস পুড়ে স্তূপ আকারে রয়েছে। ভবনে থাকা সিলিং ফ্যানের পাখা পর্যন্ত পুড়ে গেছে। 

আরও পড়ুন>>>ভবনের দুই ও তিন তলার সব পুড়ে ছাই

তৃতীয় তলায়ও একই অবস্থা। পুড়ে সব ছাই হয়ে গেছে। ভবনের ভেতরে ঘুটঘুটে অন্ধকার ও তীব্র গরম ৷ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউটের সদস্যরাও আগুন নেভাতে কাজ করেন।

কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।