অস্ত্র ও গুলিসহ ‘রক্তচোষা’ জনি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মোহাম্মদপুর থানাধীন তুরাগ নদী সংলগ্ন একতা হাউজিং এলাকা থেকে এক চিহ্নিত ছিনতাইকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও আগ্নেয়াস্ত্রধারীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. মনির হোসেন ওরফে মো. জনি মিয়া ওরফে রক্তচোষা জনি। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁওয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ ছিনতাইকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও আগ্নেয়াস্ত্রধারী মো. মনির হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকালীন তার হেফাজত থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মনির দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, একতা হাউজিং, নবীনগর হাউজিং ও বসিলা এলাকায় এবং আদাবর থানা এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

আজিমুল হক বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় ১৪ টি মামলা রয়েছে।

আরএসএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।