প্রতারণা থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করলো তিতাস
সম্প্রতি তিতাস গ্যাসের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র গ্রাহকদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে উল্লেখ করে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ৷
তিতাসের জনসংযোগ দপ্তর থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷
এতে বলা হয়, তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি প্রতারক চক্র
মোবাইলে ফোন কলের মাধ্যমে তিতাস গ্যাসের নাম ব্যবহার করে সম্মানিত গ্রাহকদের নিকট থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে খবর পাওয়া যাচ্ছে। সম্মানিত গ্রাহকদের উক্ত প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস কোনো প্রকার নগদ বা ক্যাশে লেনদেন করে না। সব লেনদেন ব্যাংক ও এমএফএস (বিকাশ, নগদ ও রকেট)-এর মাধ্যমে হয়ে থাকে।
বিকাশ, নগদ ও রকেট-এ গ্যাস বিল পেমেন্ট করার পদ্ধতিঃ > Click > Application ( বিকাশ, নগদ ও রকেট)
বিকাশ: Pay Bill > Gas > Titas Gas Postpaid (Non Metered) > Customer's Information (গ্রাহক তথ্য)
নগদ: Bill Pay> Gas > Titas Gas Non Metered Domestic > Customer's Information (গ্রাহক তথ্য)
রকেট: Bill Pay> Titas Household Postpaid Bill > Customer's Information (গ্রাহক তথ্য)
তিতাসের গ্রাহকদের মোবাইল ব্যাংকিং সিস্টেমে গ্যাস বিল পরিশোধের ক্ষেত্রে এ পদ্ধতি অনুসরণ করার জন্য এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের দেওয়া মোবাইল নম্বরে অথবা নগদ অর্থে কোনো লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এমএনএইচ/এমএইচআর/এএসএম