তিন দিনের ছুটিতে গ্রামে ছুটছে মানুষ

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের ছুটি। পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ব্যাংকারসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরাও পাচ্ছেন তিন দিনের ছুটি। টানা ছুটি পেয়ে স্বজনদের সঙ্গে সময় কাটাতে গ্রামের পথে ছুটছে মানুষ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড় ঘুরে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনের ছুটি
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, টানা তিন দিনের ছুটির জন্য বিকেল থেকেই বাসস্ট্যান্ডে ভিড় করছে মানুষ। সন্ধ্যা গড়াতে না গড়াতেই চাপ আরও বাড়তে থাকে। আজ রাতেও ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের এমন চাপ থাকবে বলে মনে করছেন তারা।
বরিশালগামী মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘সরকারি চাকরি করি, কাল থেকে টানা তিনদিন ছুটি। এরপর রোববারও ছুটি নিয়েছি। তাই পরিবার নিয়ে বাড়িতে যাচ্ছি। সোমবার ঢাকায় ফিরবো ইনশাআল্লাহ।’
আরও পড়ুন: দুপুর থেকে ঢাকায় যানজট, বিজয় সরণিতেই ঘণ্টা পার
চট্টগ্রাম যেতে সায়েদাবাদ বাস টার্মিনালে অপেক্ষা করছিলেন সোলায়মান হোসেন। জাগো নিউজকে সোলায়মান বলেন, ‘আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম। কাল থেকে যেহেতু ছুটি, তাই বাড়ি গিয়ে একটু সময় কটাতে চাই। আমার পরিবারের সবাই গ্রামে থাকেন, সেজন্যই বাড়ি যাওয়া।’
শ্যামলী পরিবহনের কাউন্টারের ম্যানেজার মনির হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমাদের টিকিট আগে থেকেই বুকিং করা। এখন সিট ফাঁকা নেই। যারা আগে টিকিট কেটেছেন তারাই যেতে পারবেন। এখন টিকিট দিচ্ছি না। গাড়ি আসছে আর যাত্রী উঠাচ্ছি। সব কাউন্টারেই বাড়তি চাপ।’
আরও পড়ুন: দুই ঘণ্টায় ৪৬ মিনিট যানজটে বসে থাকতে হয়
তেঁতুলিয়া এক্সপ্রেসের স্টাফ নজরুল জানান, বিকেল থেকেই যাত্রীর চাপ। এখন রাত হয়ে গেছে, তবুও যাত্রী কমছে না। তাদের অনেক গাড়ি এরই মধ্যে ছেড়ে গেছে। আরও আসছে। গাড়ি আসতেই যাত্রীতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে।
শুধু গ্রামের বাড়ি নয়, তিন দিনের ছুটিতে অনেকেই ঘুরতে যাচ্ছেন পর্যটন স্পটগুলোতে। বাড়তি চাপের কথা মাথায় রেখেই আগাম টিকিট বুকিং করে রেখেছেন তারা।
আইএইচআর/কেএসআর/জিকেএস